Ekhon Ami | by Shopnolok @ Ov | Chotto Asha | Easy Chord
7:41 AM
Singer, Lyric, Tune & Music: Shopnolok @ Ov
Album: Chotto Asha
Special for Single persons :P
(E)... (C#m)
(A)... (B)
(E) এখন আমি (C#m) অনেক ভালো,
(A) তোমায় ছাড়া (B) থাকতে পারি।
(E) বলে না তো (C#m)কেউ, আগের ম(A)ত
করো না বাড়া (B)বাড়ি।........[x2]
(E) আমার আ(C#m)কাশ, আ(A)মার সব(B)ই
(E) আমি আ(C#m)মার মত গু(A)ছিয়ে নিয়ে(B)ছি।.... [x2]
(E)... (C#m)
(A)... (B) .. (4x)
(E)যদি স্বপ্নটাকে (C#m)আপন করে (A)দেখতে শেখা (B)লে,
তবে (E) মাঝ পথে (C#m) হাতটা ছেড়ে (A)কি বুঝা (B)লে,
(E) ভালবাসি তো(C#m)মায় আমি (A) এইকথা জা(B)নি,
তোমায় ছাড়া থাকতে পারি।
তবে (A)বলবো না আর (G#m)আগের মত (A)এখন আমি(B)ইই.....।
(E) এখন আমি (C#m) অনেক ভালো,
(A) তোমায় ছাড়া (B) থাকতে পারি।
(E) বলে না তো (C#m)কেউ, আগের ম(A)ত
করো না বাড়া (B)বাড়ি।
(E) আমার আ(C#m)কাশ, আ(A)মার সব(B)ই
(E) আমি আ(C#m)মার মত গু(A)ছিয়ে নিয়ে(B)ছি।.... [x2]
(E)... (C#m)
(A)... (B) ..
(A).. (G#m)
যদি (E)ঘুড়িটাকে (C#m)উড়িয়ে দিয়ে (A) ছেড়ে দে(B)বে,
(E) তবে বাধ্য শাসনে (C#m) কেন আমা(A)কে বাঁধ(B)লে।
(E) বৃষ্টিটাকে (C#m) জড়িয়ে ধরে (A) আজও কেঁদে(B)ছি,
(A)চোখের পানি (G#m)মুছে দেবে বলে (A) আর ভাবি(B)নি।
(E) এখন আমি (C#m) অনেক ভালো,
(A) তোমায় ছাড়া (B) থাকতে পারি।
(E) বলে না তো (C#m)কেউ, আগের ম(A)ত
করো না বাড়া (B)বাড়ি। ... (2x)
(E) আমার আ(C#m)কাশ, আ(A)মার সব(B)ই
(E) আমি আ(C#m)মার মত গু(A)ছিয়ে নিয়ে(B)ছি।.... [x2]
Tips:
Put a Capo on fretboard number 4th
E -> C
B -> G
A -> F
C#m -> Am
G#m -> Em
0 comments