Beporoa | Shiekh Sadi

10:52 AM

Song : Beporoa
Singer : Shiekh Sadi
Music : Alvee
Lyrics & Tune : Shiekh Sadi
Flute : Ayon Islam Oly
Director : Als Shawon
A.D : Sariful Islam Hasan
Edit & Color : Als Shawon
Concept : Als Shawon & Sariful Islam Hasan







(G#m)..(F#)..(E)..(F#)

(G#m) এই শহরে আবেগের (F#) জায়গা কেউ দেয় না
(E) স্বার্থ ছাড়া ভেতর ঘরে (F#) নামটা কেউ লেখে না।
(G#m) সময় থাকতে সময় তুমি (F#) রাইখো নিজের হাতে
(E) পরের আশায় ঝুলে রবা (E) বাঁশ বাগানের (B) ঝোপে।

(G#m) রাখে দশ বারোটা,
বিলাই সাজে বাঘ
(F#) কলিজায় প্রাণ থাকলে একলা লাগ
(E) মুখে শুধু বকবক কামে কিছু না
(F#) সময় মতো তোর আবার জবান খোলে না

(G#m)  আগে পিছু তুই আমার কত কথা কস
(F#) সামনে আসলে কেন তবে হাতটা বাড়াস?
(E) আমি একটাই চিজ, একখানা জিনিষ
(F#) না শুনলে করবি এই রেপ টা মিস।

(G#m)..(F#)..(E)..(F#)


(G#m) আমি বড় বেপরোয়া, (F#) কারোর ধার ধারি না
(E) নিয়ম নীতি সবই আমার,
(F#) কারোর বাপের খাই না।
(G#m) যাচ্ছে সময় যাক না
(F#) রুটিন আমার লাগে না,
(E) যে যা ভাবে ভাবুক
(F#) আমার আসে যায় না।


(G#m) আমি বড় বেপরোয়া..


(G#m)..(F#)..(E)..(F#)


(E) কন্ডিশনে (F#) চলে প্রেম, (E) তার মাঝে লেনদেন
(F#) লাভ লসের অঙ্ক করে চলছে (E) ভালোবাসার গেম।

(G#m) আমার যা বলার তা, আমি মুখের ওপর বলি
(F#) তোর মতো পিঠ পিছে, দিই না গালি।
(E) আগে পিছু তুমি করো ঘোরাঘুরি
(F#) কারণটা তুমি না বললেও জানি
(G#m) মতিগতি তোমার সবই জানা
(F#) দুদিন পর কাম শেষে হইবা অচেনা
(E) তুমি কি ভাবো আমি কিছুই বুঝিনা
(F#)  আসল কথা, আমি পরোয়া করিনা।


(G#m) আমি বড় বেপরোয়া, (F#) কারোর ধার ধারি না
(E) নিয়ম নীতি সবই আমার,
(F#) কারোর বাপের খাই না।
(G#m) যাচ্ছে সময় যাক না
(F#) রুটিন আমার লাগে না,
(E) যে যা ভাবে ভাবুক
(F#) আমার আসে যায় না।




For beginner put capo 4th number fret 



(G#m) ----->  (Em)

(F#) -----> (D)

(E) -----> (C)

You Might Also Like

0 comments